রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান স্যার ২১ শে পদকের জন্য নির্বাচিত

ছবিতে আমরা এমন একজনকে দেখতে পাচ্ছি যিনি:
১.বাংলাদেশের সেই দুর্লভ অধ্যাপকদের ১জন যিনি গ্র্যাজুয়েট রেফারেল ছাড়া রোগী দেখেননা।
২.সকাশে কথা বলতে গিয়ে শুনেছি উনি এমবিবিএস ছাড়া ডা. লেখার প্রতিবাদি
৩.সেজন্য তাদের কোন অনুস্ঠান/গড্ডলিকা রাজনীতিতে তাঁকে দেখা যায় না
৪.ডাক্তার/অতীবদরিদ্র হয়ে তাঁকে ভিজিট দিতে গেলে অপ্রীতিকর অবস্থায় পড়তে পারেন
৫.বুদ্ধিজীবি নিধনতালিকায় রাওফরমানের কলমে লেখা ছিল তাঁর নামও
৬.প্রচারবিমুখতা তাঁর অন্যতম বিশিস্টতা
৭.উনিই যে ২/৩মাস আগ পর্যন্ত বিএমএর সভাপতি ছিলেন তা অনেক চিকিসৎকই জানেননা।
তাঁকে চিকিৎসকদের তাজউদ্দিন বলা যায়।
একুশে পদক আপনাকে পেয়ে গর্বিত হবে প্রিয় ডাঃ মাহমুদ হাসান স্যার...

SHARE THIS

0 মন্তব্য(গুলি):